Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

প্রকল্পের নামঃ

‘‘উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্প’’।

 

সার সংক্ষেপঃ

উচ্চ ফলনশীল (উফশী) পাটবীজ উৎপাদনের আত্মনির্ভরশীলতা অর্জন এবং মানসম্মত তোষা পাট উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও সহায়তা প্রদানের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তত্ত্ববধানে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের নিমিত্তে ‘‘উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন শীর্ষক অনুমোদিত প্রকল্প জুলাই, ২০১১ হতে জুন, ২০১৬ পর্যন্ত ৫ (পাঁচ) বছর মেয়াদকালে দেশের ৪৪টি জেলার ২০০টি উপজেলায় বাস্তবায়নের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।