Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টার

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

 

ক্রমিক নং

কর্মসূচীর নাম

কাজের মূল্যালয়ন/ফলাফল

০১

চাষী পর্যায়ে বিনামূল্যে ভিত্তি পাট বীজ এবং প্রত্যায়িত/উন্নত পাট বীজ বিতরণ।

পাট বাংলাদেশের বৈদেশিক মূদ্রা অর্জনে গুরুত্বপূর্ন খাত হওয়া সত্বেও চাষীদের মাঝে ধিরে ধিরে পাট চাষের প্রবনতা কমে যাচ্ছে। সরকার কর্তৃক বিনামূল্যে পুনর্বার পাট চাষের প্রবনতা বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক মূদ্রা অর্জন ও শিল্প খাতের উন্নয়নের জন্য সরকার এ পরিকল্পনা হাতে নেয়।

০২

নির্বাচিত চাষী পর্যায়ে ভূর্তকি হিসাবে নির্ধারিত পরিমাণ সার ও কীট নাশক বিতরণ, রোগ বালাই দমনের জন্য নির্দিষ্ট সংখ্য হ্যান্ড স্প্রেয়ার, সাইন বোর্ড, রিবনার ও সহায়ক দ্রব্যাদি সরবরাহ।

চাষী পর্যায়ে বিনামূল্যে বীজের পাশা-পাশি সার ও কীট নাশক, হ্যান্ড স্প্রেয়ার, সাইনবোর্ড ইত্যাদি বিতরণের ফলে পাট চাষের উৎসাহ অন্যান্য ফসলের চেয়ে দ্বিগুন হারে বৃদ্ধি পাবে। ফলে চাষীদের পাট চাষের জন্য উৎপাদন খরচের ভাবনায় পরতে হবে না। চাষীদের অবস্থার উন্নতির পাশপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের খাতও বৃদ্ধি পাবে ও শিল্প খাতের প্রবৃদ্ধি হবে।        

০৩

উফশী পাট ও পাট বীজ উৎপাদন ও পাট পচনের আধুনিক কলা কৌশল বিষয়ে নির্দিষ্ট সংখ্যক চাষীদের প্রশিক্ষণ প্রদান।

চাষীদের মাঝে প্রশিক্ষনের ফলে ভাল পাট বীজ ব্যবহার, পাট পচনের আধুনিক কলা-কৌশল, কিভাবে পোকা মাকড়ের আক্রোমন হতে পাট ফসল কে রক্ষা করা যায় ইত্যাদি সমস্যা চাষীরা নিজেই সমাধান করতে পারবে এবং আশানুরুপ ফল পাবে।

 

 

সমস্যা হলে যার কাছে যোগাযোগ করবেনঃ-

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা

ডিমলা, নীলফামারী।